সরস্বতীর পুজোর বাসন্তী প্রেম জমে উঠেছে যিশু আর শোলাঙ্কির
যিশুর গলায় গান ‘তোমাকে বুঝি না প্রিয়’। সামনে অবাক চোখে দাঁড়িয়ে শোলাঙ্কি। যিশুর গানে তিনি মুগ্ধ।
না, ‘বাবা বেবি ও’ ছবির সেট নয়। এ বার এই রোম্যান্টিক জুটি প্রেম করতে করতে পৌঁছে গিয়েছেন সোজা রান্নাঘরে।
রান্নাঘরে একান্তে সুক্তো তৈরির অহেতুক ইচ্ছের মধ্যেই হাতে হাত লেগে প্রেম। প্রেমিকার হাতের রান্না খাবেন বলে যিশু ছুটেছেন বাজারে। উচ্ছে, ডাটা, পেঁপের সঙ্গে জুতসই মশলা। আর তাতেই সরস্বতীর পুজোর বাসন্তী প্রেম জমে উঠেছে যিশু আর শোলাঙ্কির।
বাবা বেবি ও… মুক্তির আগেই আবার একসাথে যিশু-শোলাঙ্কি, নতুন কি নিয়ে আসছেন তারা? জানতে হলে করতে হবে একটু অপেক্ষা।