ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটকম: দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের সহকারী ব্যবস্থাপক (ডিজাইনিং) ও সহকারী ব্যবস্থাপক (ইনগ্রেভিং) পদের লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ দুই পদের লিখিত পরীক্ষা আগামী ৯ অক্টোবর শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজ, মগবাজারে অনুষ্ঠিত হবে।
আবেদনকারী প্রার্থীদেরকে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd/) থেকে প্রবেশপত্র ডাউনলোড এবং আসনবিন্যাস দেখতে পারবেন।
পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আরো পড়ুন: