ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: নোবেল সাহিত্য কমিটি প্রথমে সাহিত্যে নোবেল পুরস্কারে মনোনয়ন দেওয়ার জন্য যোগ্য ব্যক্তিদের কাছে আমন্ত্রণপত্র পাঠায়। সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার অধিকার নিম্নলিখিত চার ধরনের ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের হাতে সংরক্ষিত :
(১) সুইডিশ একাডেমিসহ অন্যান্য একাডেমি, প্রতিষ্ঠান এবং সমাজের সদস্যরা যারা শিল্প-সাহিত্য নিয়ে আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য কাজ করেছেন।
(২) বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সাহিত্য ও ভাষাবিজ্ঞানের অধ্যাপক।
(৩) সাহিত্যে পূর্ববর্তী নোবেল পুরষ্কার বিজয়ীগণ।
(৪) শিল্প-সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা নিজ নিজ দেশে শিল্প-সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রতিনিধি।
সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী নির্বাচন করে সুইডিশ একাডেমি। এই সুইডিশ একাডেমির সদস্য সংখ্যা মাত্র ১৮ জন। ‘নোবেল কমিটি ফর লিটারেচার’ একটি ওয়ার্কিং বডি যা প্রাপ্ত মনোনয়নের মূল্যায়ন করে এবং সুইডিশ একাডেমির কাছে তার সুপারিশ পেশ।
সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য কে যোগ্য?
এককথায় উত্তর হচ্ছে, মনোনয়ন দেওয়ার মতো যোগ্য ব্যক্তিদের কাছ থেকে যে বা যারা মনোনয়ন পেয়েছেন।
সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীদের কীভাবে নির্বাচিত করা হয়? কিংবা প্রক্রিয়াটি কি? এছাড়াও অন্যান্য ব্যক্তিরা যারা মনোনীত হওয়ার যোগ্য কিন্তু আমন্ত্রণ পাননি তারাও মনোনয়ন জমা দিতে পারেন। তবে কেউ নিজেকে বা নিজে মনোনীত করতে পারেন না।
সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীদের বেছে নেওয়ার প্রক্রিয়ার সংক্ষিপ্ত বিবরণ–
সেপ্টেম্বর : আমন্ত্রণপত্র পাঠানো হয়। নোবেল কমিটি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার জন্য শত শত যোগ্য ব্যক্তি ও সংস্থাকে মনোনয়ন ফর্ম পাঠায়।
ফেব্রুয়ারি : জমা দেওয়ার সময়সীমা। সম্পূর্ণ ফর্মগুলো অবশ্যই পরের বছরের ৩১ জানুয়ারির মধ্যে নোবেল কমিটিতে পৌঁছাতে হবে। কমিটি তখন মনোনয়নগুলো বাছাই করে এবং একাডেমির অনুমোদনের জন্য একটি তালিকা জমা দেয়।
এপ্রিল : প্রাথমিক প্রার্থী: আরও যাচাই-বাছাইয়ের পর, কমিটি একাডেমি দ্বারা প্রাথমিক প্রার্থী হিসেবে বিবেচনার জন্য ১৫-২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে।
মে : চূড়ান্ত প্রার্থী: উক্ত কমিটি ১৫-২০ জনের সংক্ষিপ্ত তালিকাটি আরো সংক্ষিপ্ত করে পাঁচ জনের একটি অগ্রাধিকার প্রার্থীর তালিকাটি চূড়ান্ত করে।
জুন-আগস্ট : রিডিং অব প্রোডাকশন্স: একাডেমির সদস্যরা গ্রীষ্মকালে চূড়ান্ত প্রার্থীদের সাহিত্য কর্মগুলো পড়ে মূল্যায়ন করেন। এবং নোবেল কমিটি একটি স্বতন্ত্র প্রতিবেদন প্রস্তুত করে।
সেপ্টেম্বর : একাডেমি সদস্যদের কনফারেন্স: এই কনফারেন্সে একাডেমির সদস্যরা চূড়ান্ত প্রার্থীদের সাহিত্য কর্মের গুণাগুণ এবং সাহিত্যে তাদের অবদান নিয়ে আলোচনা করেন।
অক্টোবর : নোবেল পুরস্কার বিজয়ী নির্বাচন। অক্টোবরের শুরুতে, সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীকে বেছে নেয়। একজন প্রার্থীকে অবশ্যই অর্ধেকেরও বেশি ভোট পেতে হবে, তার মানে ১৮ সদস্যের মধ্যে কমপক্ষে ১০ জনের ভোট পেতে হয়। নোবেল পুরস্কার বিজয়ীদের নাম তখন ঘোষণা করা হয়।
ডিসেম্বর : নোবেল পুরস্কার বিজয়ীদের পুরষ্কার প্রদান। নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান ১০ ডিসেম্বর স্টকহোমে অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী নোবেল পুরস্কার গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিজয়ীকে নোবেল পদক, ডিপ্লোমা এবং পুরস্কারের অর্থ দশ লাখ ক্রোনার প্রদান করা হয়।
অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, নোবেল পুরষ্কারের জন্য মনোনীত প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা কি জনসমক্ষে প্রকাশ করা হয়? নোবেল ফাউন্ডেশনের নীতিমালা অনুসারে উক্ত তালিকা ৫০ বছরের মধ্যে প্রকাশ করা যাবে না।
আরো পড়ুন: