গত ২৮ জানুয়ারি হয়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন শেষ হলেও বিতর্ক শেষ হয়নি। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সভাপতি পদে জয়ী হলেও সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন নিপুণ ।
নিপুণের মন্তব্য, ‘পীরজাদা হারুন ও জায়েদ খান একটা গ্যাং। ’
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা শহীদুল হারুন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা জায়েদ খান এক হয়ে কাঞ্চন-নিপুণ পরিষদের বিরুদ্ধে কাজ করেছে বলে অভিযোগ তোলেন এই অভিনেত্রী।
সাংবাদিক সম্মেলনে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও জায়েদ খানের মধ্যকার চ্যাটের কয়েকটি স্ক্রিনশট দেখানো হয়। কাঞ্চন-নিপুণ প্যানেলের দাবি, এটি ফেসবুক মেসেঞ্জারের চ্যাট। সেখানে যে সব কথাবার্তা তা বেশ আপত্তিজনক।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে সাধারণ সম্পাদক পদটিতে আবারও নির্বাচন করার দাবি জানিয়েছেন অভিনেত্রী নিপুণ। তার এ দাবির সঙ্গে একমত পোষণ করেছেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।
নিপুণ বলেন, ‘আমি চাই আবার নির্বাচন করতে। জায়েদ খানের সাহস থাকলে আবার নির্বাচনে আসুক। আমার পদটিতে কারচুপি করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। ’
ফের নির্বাচন করার সুযোগ আছে কি না কিংবা গঠতন্ত্রে আছে কি না, জানতে চাইলে নিপুণ বলেন, ‘হ্যাঁ, নির্বাচন কমিশনার চাইলে আবার সম্ভব, প্রয়োজনে আমি এ বিষয় নিয়ে আদালতে যাব। ’
ইলিয়াস কাঞ্চনও নিপুণের কথার সঙ্গে একমত পোষণ করেছেন। বলেন, ‘যেহেতু নিপুণ ভিকটিম। সে অভিযোগ করছে তার পদে আবার নির্বাচন করা হোক। আমিও তার সঙ্গে একমত। ’
পীরজাদা হারুনের উদ্দেশ্যে অভিনেত্রী নিপুণ বলেন, ‘পীরজাদা হারুন আপনার কী স্বার্থ ছিল, কেন এমন করলেন আমাদের সঙ্গে? ভোটারদের টাকা দেওয়ার বিষয়ে আপনার কাছে অভিযোগ করেছি, কিন্তু আপনি পদক্ষেপ নেননি। নিয়ম কানুন কি কেবল কাঞ্চন-নিপুন প্যানেলের জন্য ছিল?’
নিপুণ আরো বলেন, ‘পীরজাদা হারুন একজন সরকারি চাকরিজীবী। আমি বলব, তিনি যেখানে চাকরি করেন, তার ব্যাপারে যেন সেখানকার কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। পীরজাদা ও জায়েদ খানরা মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে, ষড়যন্ত্র করেছে। আমি জীবনের নিরাপত্তা নিয়ে থানায় জিডি করেছি। ’
জায়েদ খানকে উদ্দেশ্য করে এই অভিনেত্রী, ‘আমরা ব্যারিকেড দিয়ে ভেতরে অবস্থান নিয়েছিলাম, কিন্তু জায়েদ খান সেই ব্যারিকেডের ভেতরে আসেননি কেন? তিনি কেন ব্যারিকেডের বাইরে গিয়ে টাকা দিয়ে ভোট কিনলেন। ’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ। ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন নির্বাচনের দিন প্রশাসন অসহযোগিতামূলত আচরণ করেছে তাঁর সঙ্গে।
সংবাদ সম্মেলনে সভাপতি পদে জয়ী ইলিয়াস কাঞ্চনসহ প্যানেলের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। নিজেদের বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের একে একে সকল প্রশ্নের উত্তর দেন প্যানেলের সদস্যরা। সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন, নিপুণ, রিয়াজসহ কাঞ্চন-নিপুণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।