ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস পরিবেশ রক্ষার জন্য ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার দান করেছেন। গণহারে উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঠেকিয়ে ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ৩০ শতাংশ ভূমি ও সাগর রক্ষার জন্য তিনি এই দান করলেন। খবর দ্য ওয়াশিংটন পোষ্ট’র।

খবরে বলা হয়, ২০২০ সালে ধরিত্রী তহবিল (আর্থ ফান্ড) গঠন করেন বেজোস। বেজোসের অনুদানের এই অর্থ মূলত কঙ্গো অববাহিকা, ক্রান্তীয় আন্দিজ ও ক্রান্তীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলে ব্যয় হবে। এই ১০০ কোটি ডলার চলতি বছরেই কাজে লাগাতে শুরু করার পরিকল্পনা রয়েছে বেজোসের। আর্থ ফান্ডের বিবৃতিতে বলা হয়, বেজোস ৩০ শতাংশ ভূমি ও সাগর রক্ষায় জোর দিচ্ছেন, কারণ এতে প্রায় ৮০ শতাংশ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি রক্ষা করা যাবে এবং দুই-তৃতীয়াংশ সুপেয় পানি সংরক্ষণ করা যাবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ জলবায়ু উপদেষ্টা জন কেরি ও জাতিসংঘের ডেপুটি মহাসচিব আমিনা মোহাম্মদ বেজোসের এই অনুদানের প্রশংসা করেছেন।

আরো পড়ুন:

পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বিপ্লবে নেমে পড়েছে উপকূলের মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *