বিনোদন

সাইমন সাদিক পদত্যাগ করলেন শিল্পী সমিতি থেকে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে পদত্যাগ করেছেন অভিনেতা সাইমন সাদিক। শনিবার (২০ জানুয়ারি) নিজের স্বাক্ষরিত এক চিঠিতে তিনি তার পদত্যাগের খবরটি জানান।

চিঠিতে সাইমন বলেন, সম্প্রতি সমিতির নেয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।

সাইমন আরও বলেন, আমার অভিনীত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি শুক্রবার(১৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে। একই দিনে নিয়মনীতি না মেনে বিদেশী আরেকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এ কারনে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।

চিঠিতে পদত্যাগের কারণ হিসেবে বিদেশী চলচ্চিত্রের আধিপত্যের কাছে বাংলাদেশী চলচ্চিত্রের শোচনীয় অবস্থা সম্পর্কে চলচ্চিত্র সমিতির চুপ থাকাকে দায়ী করেছেন সাইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *