খেলাধুলা

সাইপ্রাস আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশি শিব শংকর পালের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: সাইপ্রাসের পাপসে অনুষ্ঠিত লজিকম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নিলেন জার্মানির মিউনিখে বসবাসরত বাংলাদেশি শিব শংকর পাল।

সবমিলিয়ে এখন পর্যন্ত ১১৪টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন ৫৭ বছর বয়সী এই দৌড়বিদ। বিশ্বের অনেক দেশের প্রায় সাড়ে তিন হাজার প্রতিযোগীদের সাথে বাংলাদেশের পতাকা হাতে দৌঁড়েছেন ঢাকার নবাবগঞ্জের শিব শংকর পাল।

৪২. ১৯৫ কি.মি পথের এই দৌড় শেষ করতে শিব শংকর সময় নেন ৩ ঘণ্টা ৪৭ মিনিট। ছোট এই দেশটির ঐতিহ্যবাহী এই ম্যারাথনটি পাপস শহরেরে দর্শনীয় স্থান কৌকিলার পেট্রা টৌ থেকে শুরু হয়ে  ভূমধ্যসাগরের কোল ঘেঁষে শহরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ঘুরে পাপসের ক্যাসল বা দূর্গে এসে শেষ হয়।

ঘুরি ঘুরি বৃষ্টি আর বাতাসের মধ্যেও আন্তর্জাতিক এই ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে দৌড়ানো সব সময়ই গর্বের বলে জানান ক্রীড়াবিদ, সমাজসেবক ও সংগঠক শিব শংকর পাল। এখানে তাকে অনুপ্রেরণা আর সাহস যোগাতে আসেন তার স্ত্রী শিখা শংকর পাল। তিনি জানান, স্বামীর এই অদম্য আগ্রহ তিনি সব সময় উপভোগ করেন।

আরো পড়ুন:

বঙ্গবন্ধু পদক পেলেন দুই কূটনীতিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *