নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ২০২২ সালের অক্টোবরে চীনের সাংহাইতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্কিল প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিভা খুঁজে বের করতে বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ৮টি বিভাগীয় সদরদপ্তরে বিভাগীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতার বিজয়ী ও রানার-আপরা ঢাকায় ১০ ও ১১ নভেম্বর নির্ধারিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
স্থানীয় শিল্পের চাহিদা মেটাতে এবং সেই সঙ্গে প্রবাসীদের বিশ্বব্যাপী উচ্চ পারিশ্রমিকের চাকরির বাজার দখলের জন্য বাংলাদেশে প্রতি বছর প্রায় ২ লাখ বিশ্বমানের দক্ষ জনবলের প্রয়োজন হয়। সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ দক্ষ জনবল তৈরিতে কাজ করছে।
২০২২ সালের ১২ থেকে ১৭ অক্টোবরে চীনের সাংহাইতে ‘মাস্টার স্কিল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’, থিম নিয়ে ওয়ার্ল্ড স্কিল সাংহাই-২০২২ অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ ১৩টি ট্রেডে প্রতিযোগী পাঠাবে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও বরিশাল- এ ৮টি বিভাগে ১৩টি ট্রেডে মোট ১ হাজার ৭০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
ট্রেডের মধ্যে রয়েছে পেইন্টিং এবং ডেকোরেশন, প্লাস্টারিং এবং ড্রাইওয়াল সিস্টেমস, ফ্যাশন টেকনোলজি, প্রিন্ট মিডিয়া টেকনোলজি, আইটি নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েব টেকনোলজিস, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ওয়েল্ডিং, রান্না, রেস্তোরাঁ পরিষেবা, প্যাটিসারি এবং মিষ্টান্ন ও বেকারি।
প্রতিযোগিতায় মোট ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন পেইন্টিং এবং ডেকোরেশনে, যেখানে প্লাস্টারিং এবং ড্রাইওয়াল সিস্টেমে ২২ জন, ফ্যাশন টেকনোলজিতে ১৩৭ জন, প্রিন্ট মিডিয়া টেকনোলজিতে ৭৫ জন, আইটি নেটওয়ার্ক সিস্টেম প্রশাসনে ৩৭৯ জন, ওয়েব টেকনোলজিতে ২২৩ জন, ক্লাউড কম্পিউটিংয়ে ৫৯ জন, সাইবার সিকিউরিটিতে ১০৮ জন, ওয়েল্ডিংয়ে ১০১ জন, রান্নায় ১৮১ জন, রেস্টুরেন্ট সার্ভিসে ১৩৯ জন, প্যাটিসেরিতে এবং কনফেকশনারিতে ৩১ জন এবং বেকারিতে ১৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকায় প্রতিযোগীর সংখ্যা ৬৭৩ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ১৫৪ জন, রাজশাহীতে ১৮৫ জন, ময়মনসিংহে ১০৫ জন, সিলেটে ৯৯ জন, রংপুরে ১৫১ জন ও বরিশালে ৮৪ জন।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি ১৮-২২ বছরের মধ্যে অংশগ্রহণকারীদের জন্য। এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত চ্যাম্পিয়নদের ওয়ার্ল্ড স্কিল সাংহাই-২০২২ এ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত করা হবে।
আরো পড়ুন:
এক দিনের জন্য সুইডেনের রাষ্ট্রদূত হয়েছে বাংলাদেশি রুনা