আইন আদালত

সাংবাদিক নিখিল মানখিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরামের (জিএমআরএফ) সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ধূমকেতু ডটকমের বিশেষ প্রতিবেদক নিখিল মানখিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জিএমআরএফ। একইসঙ্গে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
রবিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কবির আহমেদ খান ও সাধারণ সম্পাদক রুকনুজ্জামান অঞ্জন এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) শাখা নির্বাচনজনিত সমস্যা সমাধানের জন্য গত ১৩ জুলাই ট্রাইবাল নেতৃবৃন্দের অংশগ্রহণে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এক আলোচকের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ধূমকেতু ডটকমের বিশেষ প্রতিবেদক নিখিল মানখিনসহ তিনজনের বিরুদ্ধে ময়মনসিংহ-১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদ সদস্য জুয়েল আরেং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন বলে মনে করছেন জিএমআরএফ নেতৃবৃন্দ।
বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান জিএমআরএফ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *