প্রচ্ছদ

‘সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন শেখ হাসিনা’

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। সাংবাদিকদের কল্যাণের জন্য তিনি অনেক কিছু করেছেন। তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। কল্যাণ ট্রাস্টে অনুদান দিয়েছেন। সাংবাদিকদের যাতে কোনো কারণে কোনো অসুবিধা না হয়, সেজন্য প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনলাইনমাধ্যম জুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জাফর ওয়াজেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসার পর, তাকে বাঁচিয়ে রাখা যাবে কি না? সে বিষয়ে শঙ্কিত ছিলাম। সে সময় দেশের কোনো বুদ্ধিজীবীকে পাশে পাননি শেখ হাসিনা। সবাই বলতেন, শেখ হাসিনা কী করবেন? তিনি কি রাজনীতি বুঝেন? তিনি তো রাজনীতি বুঝেন না। অথচ তারা ভাবতেন না যে, শেখ হাসিনার জন্ম একটি রাজনৈতিক পরিবারে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আসার পর সবাই বললেন, ড. কামাল হোসেন শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু ড. কামাল কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। দেশে এসে শেখ হাসিনা অন্যদের যেভাবে সম্মান দিয়েছেন, তেমন সম্মান তিনি অন্যদের থেকে পাননি।
পিআইবি মহাপরিচালক বলেন, পাকিস্তান এখনও বাংলাদেশের ভালো চায় না। তারা চায় বাংলাদেশ ধ্বংস হোক। বাংলাদেশের এত উন্নয়ন পাকিস্তান সহ্য করতে পারে না। তাই বাংলাদেশকে ধ্বংস করতে পাকিস্তান নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *