বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এসেছিলেন ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ভোট দিতে। তবে কারও সঙ্গে কথা না বলে তিনি চলে গেছেন অনেকটা চুপিসারেই।
জানা গেছে, ভোট দেওয়ার পর শিল্পীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন নতুন কমিটির কাছে তাদের প্রত্যাশার কথা। কিন্তু ইলিয়াস কাঞ্চন এফডিসিতে প্রবেশ করে গাড়ি থেকে নেমে সোজা প্রবেশ করেন ভোটকেন্দ্রে। এরপর ভোট প্রদান করে ৫ মিনিটের মধ্যে তিনি বাইরে আসেন।
এ সময় দীর্ঘদিনের সহকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাড়া না দিয়ে এফডিসি থেকে বেরিয়ে যান। এমনকি কোনো গণমাধ্যমেও কথা বলেননি।
এর আগে সকাল সাড়ে ৯টায় অভিনেতা ডা. এজাজের ভোট প্রদানের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। যা চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।