ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সামরিক সদস্য একসঙ্গে দুই সপ্তাহের একটি মহড়ায় অংশ নিচ্ছেন। গত ১ আগস্ট এটি শুরু হয়েছে, শেষ হবে ১৪ আগস্ট। দ্বীপ প্রতিরক্ষা বিষয়ের এই অনুশীলন সুমাত্রা, কালিমান্তন এবং সুলাওয়েসি জুড়ে চলবে। বুধবার (৪ আগস্ট) এসব জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদনে বলা হয়, এই মহড়ায় দুই হাজার ১০০ ইন্দোনেশিয়ান সামরিক সদস্য অংশ নিচ্ছেন। অন্যদিকে মার্কিন বাহিনীর সদস্য এক হাজার ৫০০। গারুডা শিল্ড এক্সারসাইজের অংশ হিসেবেই এবারের অনুশীলন করা হচ্ছে। আকারের দিক থেকে এই মহড়া দুই দেশের মধ্যে সর্ববৃহৎ।
আমেরিকান সৈন্যরা জুলাইয়ের শেষের দিকে করোনাভাইরাস আচ্ছন্ন ইন্দোনেশিয়ায় এসেছে। অবতরণের পর তাদের করোনা পরীক্ষাও করা হয়েছে। ইন্দোনেশিয়ার আর্মি চিফ অব স্টাফ আন্ধিকা পারকাসা জানিয়েছেন, দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নত করা এবং উভয় সামরিক বাহিনীর দক্ষতা উন্নত করার লক্ষ্যে এই মহড়ার লক্ষ্য।
মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার উপস্থিতি জোরদার করছে। তবে ওয়াশিংটনের সঙ্গে দৃঢ় নিরাপত্তা সম্পর্ক থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে ইচ্ছুক ইন্দোনেশিয়া।