খেলাধুলা

সরিয়ে ফেলা হলো আফ্রিদির বাড়ির সিংহটি

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির করাচির বাসা থেকে সিংহ ও হরিণসহ বেশ কয়েকটি বণ্য প্র্রাণী সরিয়ে ফেলা হয়েছে। পাক ক্রিকেট দলের সাবেক অধিনায়কের বাড়িতে সিংহসহ বেশ কয়েকটি বণ্যপ্রাণী আছে বলে হাউজিংয়ের বাসিন্দারা অভিযোগ করলে তা সরিয়ে নেয় ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ)।

এ ব্যাপারে ডিএইচএ কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও বাড়ি থেকে বন্যপ্রাণী সরিয়ে ফেলার জন্য আফ্রিদিকে বলেছিল তারা।  কিন্তু আফ্রিদি সেগুলো সরিয়ে না নেওয়ায় তারা এই পদক্ষেপ নিয়ে বাধ্য হয়েছে।

২০১৮ সাল থেকেই আফ্রিদি বাড়িতে সিংহ পালেন। এছাড়া তার বাড়িতে হরিণসহ আরও কিছু বণ্যপ্রাণী ছিল। আফ্রিদির হরিণ শাবককে ফিডারে করে দুধ খাওয়ানোর ছবি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।

পাকিস্তানে বন্যপ্রাণী বাড়িতে আটকে রাখা অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *