রাজনীতি

‌‘সরকার ইচ্ছা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে’

সরকার ইচ্ছা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এই অবৈধ সরকার বলছে তারা নাকি বিরোধী দলকে কোনো বাধা দেয় না। এটা সম্পূর্ণ ভাওতাবাজি কথা। তারা ইচ্ছাকৃতভাবে গোটা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে।

তিনি বলেন, যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা হয়েছে সেই গণতন্ত্রকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। একনায়কতন্ত্রে বিশ্বাস করে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসার পর সব ভাওতাবাজি নির্বাচন করেছে। ২০১৪ সালে তো কোনো ভোটই হয়নি।

মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনাকে সুপরিকল্পিত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে এই বিস্ফোরণ ঘটিয়ে বিরোধী দলকে দোষারোপ করতে চায়। বিভিন্ন এজেন্সি দিয়ে এসব করানো হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, এ বি এম মোশাররফ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *