বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের অধীন বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট, পায়রা, পটুয়াখালী জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে দুই পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
- ১. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভকেশনাল)-এ দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ৫–এর স্কেলে ৩ থাকতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা। স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভকেশনাল)-এ দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ৫–এর স্কেলে ৩ থাকতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা।
বয়স: ২০২২ সালের ২৯ জুন সর্বোচ্চ ৩২ বছর।
মূল বেতন: ১৮,০০০ টাকা (গ্রেড–১৪)