সংস্কৃতি

সম্প্রীতির সুরে প্রাচ্যনাটের আয়োজন ‘পথ ছেড়োনা পথের মানুষ’

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ‘সাম্প্রদায়িক মন্ত্রণা রুখতে ছড়াই সম্প্রীতির সুর’ এই স্লোগান নিয়ে “পথ ছেড়োনা পথের মানুষ” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাচ্যনাট ও বন্ধুরা। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় বিশেষ এই আয়োজনটি। অনুষ্ঠানে পথনাটক, পারফরম্যান্স আর্ট, ইন্সটলেশন আর্ট, আবৃত্তি এবং সম্প্রীতির গান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে নাটকের দল, গানের দল, আবৃত্তিকার, চিত্রশিল্পী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন। শেষে আলোর মিছিল বের করে প্রাচ্যনাট ও বন্ধুরা।

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে প্রাচ্যনাটের এই আয়োজন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম।

সঙ্গীত পরিবেশন করে: বুনোফুল, নাটক পরিবেশন করে- বটতলা, থিয়েটার ৫২, বাতিঘর, প্রাচ্যনাট স্কুল (৩৯ তম ব্যাচ)।

বক্তব্য রাখেন- মামুনুর রশীদ (নাট্য ব্যক্তিত্ব), রতন সিদ্দিকী (নাট্যকার ও সংগঠক), সৈয়দ মোশাররফ (নাট্যব্যক্তিত্ব), ড. মোতাহার আখন্দ (মানবাধিকার কর্মী), অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন (শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক)।

কবিতা আবৃত্তি করেন- শিমুল মুস্তাফা (আবৃত্তিশিল্পী), আশরাফুল আলম (মুক্তিযোদ্ধা, বাচিকশিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা)।

পারফরম্যান্স আর্ট: ফারিয়া হোসেন তুলি, অমিতাভ সরকার, সুমন বিশ্বাস, আফসানা হাসান সেঁজুতি, মুর্তজা জুবায়ের, মনিরুজ্জামান মনির, মেবিন, শশাংক কুমার সাহা, এ.বি.এস. জেম, সানজিদা প্রীতি।

লাইভ আর্ট: আরিফুল ইসলাম হিরক, ইসরাত সোনালী, আলভী, সপ্তর্ষী, সামীর হিমেল, ইফফাত রেজওয়ানা, জেসমিন জাহান ঝুমা, হাসনাত রিপন।

মিউজিক্যাল পারফরম্যান্স: জমজ, পরিবেশনা: জলের গান ও বন্ধুরা, নির্দেশনা: রাহুল আনন্দ।

সমাপনী প্রযোজনা: জননী জন্মভূমি, নির্দেশনা: শাহানা সুমি (প্রাচ্যনাট)।

সবেশেষে জাতীয় সংগীত পরিবেশন ও আলোকযাত্রা বের হয়, যা অপরাজেয় বাংলা থেকে মলচত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *