প্রচ্ছদ

সব বর্ষের শিক্ষার্থীর জন্য ঢাবির হল খুলছে ১০ অক্টোবর

এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল শিক্ষার্থীর জন্য খুলছে আবাসিক হলসমূহ।
মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে আগামী ১৬ অক্টোবর থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর সুপারিশ করা হয়। প্রভোস্ট কমিটির একাধিক সদস্য  বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, করোনার প্রথম ডোজ টিকা যারা নিয়েছেন তারা স্বাস্থ্যবিধি ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে হলে উঠতে পারবেন। সেক্ষেত্রে টিকা গ্রহণের সনদ এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র হল কর্তৃপক্ষকে দেখাতে হবে। আগামী ১০ অক্টোবর সকাল ৮টা থেকে হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা।
তিনি বলেন, ১৬ অক্টোবর থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর সুপারিশ করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে নিজ নিজ হলে উঠছেন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে ফুল, চকোলেট এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক দিয়ে তাদের বরণ করে নেয় হল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *