ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: গেল ছ’দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। তার বৃহদান্তের (কোলন) টিউমার অপসারণে সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার হওয়ার বিষয়টি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান পেলে। ৮০ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার জানান, গত শনিবার ‘সন্দেহজনক ক্ষত’ অপসারণের অস্ত্রোপচার হয় তার।
তিনবারের বিশ্বকাপজয়ী পেলে বলেন, ‘ভাগ্যবশত, আপনাদের সঙ্গে আমি জয় উদযাপন করতে অভ্যস্ত। আমি এই ম্যাচে মুখোমুখি হব হাসিমুখে, প্রচুর আশাবাদ ও বেঁচে থাকার আনন্দে।’
পাঁচ দিন আগে, সান্তোস ও নিউইয়র্ক কসমসের সাবেক ফরোয়ার্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সমস্যা ‘গুরুতর কিছু নয়’ বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে জানান, রুটিন পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন।
তবে এবার তিনি জানালেন, গত সপ্তাহে ডান বৃহদান্তে তার টিউমার ধরা পড়ে। ‘ভালো বোধ করার জন্য ধন্যবাদ ঈশ্বর এবং ডাক্তার ফাবিও ও ডাক্তার মিগুয়েল আমার স্বাস্থ্যের দেখভাল করছেন।’
আরো পড়ুন: