নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৯৩৬ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া ডিএস৩০ সূচক ৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৬৩৫ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে ২০৮টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, ১১৮টির দর হ্রাস পেয়েছে এবং ৪৮টির অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বৃদ্ধি পেয়েছে। সিএএসপিআই সূচক ২৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
আরো পড়ুন: