ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: মহাকাশেই ভাসমান আমরা। মাটিতে দাঁড়িয়ে মাথা তুললেই আকাশ। অগণিত নক্ষত্র, অপার রহস্য। মানুষ তাই চিরকাল আকাশের প্রতি অমোঘ টান অনুভব করেছে। গবেষণা করেছে। নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে।
World Space Week মহাকাশের প্রতি মানুষের সেই টান ও সন্ধানেরই উদযাপন। সারা সপ্তাহ ধরে এই সময়ে বিশ্ব জুড়ে মহাকাশ নিয়ে নানা চর্চা হবে, প্রদর্শনী হবে। এবং নতুন প্রজন্মকে এই চর্চার সঙ্গে জড়িয়ে নেওয়া হবে। যাতে আগামি দিনে তারাও মহাকাশ চর্চার মাধ্যমে এই বিশ্বরহস্য ভেদ করার নানা আয়োজন করতে পারে।
প্রত্যেক বছরই এই দিনটির একটি থিম থাকে। এ বছর World Space Week-এর থিম হল– ‘ওম্যান ইন স্পেস’ (Women in Space) বা ‘মহাকাশে নারী’।
জাতিসংঘ ১৯৯৯ সালে এই দিনটিতেই World Space Week উদযাপন করার কথা ঘোষণা করে। কেন এই দিনটিতেই তার কিছু কারণ আছে। ১৯৫৭ সালে এই দিনেই, ৪ অক্টোবর মানুষের তৈরি প্রথম উপগ্রহ স্পুটনিক ‘লঞ্চ’ করা হয়। এ বছর ৯০টি দেশ এই উদযাপনের শরিক হচ্ছে। এই উদযাপনের আরও নানা দিগন্ত আছে। বিশ্বের অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে মহাকাশ বিজ্ঞানের নানা অবদানের মূল্যায়নও এদিনটির একটি লক্ষ্য।
মহাকাশচর্চার ক্ষেত্রে দীর্ঘদিন লিঙ্গবৈষম্যের একটা বাধা ছিল। কিন্তু আধুনিক সময়ে নারীরা যেভাবে মহাকাশ চর্চায় নাম লেখাচ্ছেন, মহাকাশে পাড়ি দিচ্ছেন, তাতে এ বিষয়ে নতুন দিগন্তের সূচনা ঘটছে।
আরো পড়ুন: