আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনার কর্নেল ও তার পরিবারসহ নিহত ৭



ভারতের আসাম রাজ্যে অতর্কিত সন্ত্রাসী হামলায় স্ত্রী-সন্তানসহ সেনাবাহিনীর এক কমান্ডিং অফিসার নিহত হয়েছেন। ঘটনায় আরও চার সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জানা যায়, শনিবার আসামের মণিপুর একালায় এই ঘটনায় ঘটে। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর আসাম রাইফেলস কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠি ও তার স্ত্রী-সন্তান আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের সঙ্গে আরও ৪ সেনা নিহত হয়েছেন।

ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাদের স্থানীয় বেহিয়াং প্রাইমারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *