ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: দম্পতিদের সন্তান গ্রহণে সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে চীনে। এর অংশ হিসেবে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশের কর্তৃপক্ষ। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রদেশটিতে কোনো নারী কর্মী সন্তান নিলে পূর্ণ বেতনে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন।
বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, সন্তান হলে নারী কর্মীরা ১৬৮ দিনের ছুটি কাটাতে পারেন বর্তমানে চীনের শানজি প্রদেশে। প্রদেশটির সরকার এই ছুটি বাড়িয়ে প্রায় এক বছর করতে চায়। এ বিষয়ে জনমত যাচাই করছে তারা। একই সঙ্গে তৃতীয় সন্তান জন্ম নিলে পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৩০ দিন করতে চায় সরকার।
বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। তবে দেশটিতে জনসংখ্যার বৃদ্ধি দ্রুত কমে আসছে। এ কারণে দেশটির সরকার দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে নানা উদ্যোগ নিয়েছে।
আরো পড়ুন: