নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সড়ক-মহাসড়ক নির্মাণে ওভারপাস-আন্ডারপাস ও ইউলুপ নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সড়কে যান এবং মানুষের চলাচল যেন নির্বিঘ্ন হয় সে জন্য এখন থেকে যে কোনো সড়ক-মহাসড়ক নির্মাণ-পুনর্নির্মাণ এবং সংস্কারের ক্ষেত্রে ওভারপাস-আন্ডারপাস ও ইউলুপ নির্মাণ করতে হবে।
এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভাপরবর্তী ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
একনেক সভায় দুই হাজার ৫৭৫ কোটি ৪২ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় একনেক বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।