ধূমকেতু প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত নন এমন রোগীদের চিকিৎসা নিশ্চিত করতেও দেশের সব হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল এসব নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ‘শাস্তিমূলক ব্যবস্থা’, এমনকি লাইসেন্স বাতিলের মত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার এ সংক্রান্ত তিনটি নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল জানিয়েছে।
তাতে বলা হয়েছে, সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে।
চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আসা কোনো রোগীকে ফেরত দেয়া যাবে না। অন্য হাসপাতালে পাঠানোর পরামর্শ (রেফার) দিতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে তারপর পঠাতে হবে।
দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, তারা করোনাভাইরাসে আক্রান্ত না হয়ে থাকলে তাদের চিকিৎসা স্বাভাবিক নিয়মে অব্যাহত রাখতে হবে।
কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ উঠছে।
চিকিৎসা পাওয়ার আশায় রোগীদের হাসপাতাল থেকে হাসপাতালে ঘোরার সংবাদ প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে আসছে।