ধূমকেতু প্রতিবেদক: একই পরিবারের সংস্কৃতিমনস্ক তিন সন্তান। আনোয়ার পারভেজ, শাহনাজ রহমতুল্লাহ ও জাফর ইকবাল। তারা তিন ভাই বোন। সঙ্গীতাঙ্গনে তিনজনই পরিচিত হলেও জাফর ইকবাল চিত্রনায়ক হিসেবেই বেশি জনপ্রিয়।
চট্টগ্রাম বেতারে সুরকার হিসেবে সঙ্গীত জীবন শুরু করেন আনোয়ার পারভেজ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘জয? বাংলা বাংলার জয়’ গানের সুর করেন। এরপর দীর্ঘ ৪০ বছর তিনি দুই হাজারেরও বেশি গানে সুর দিয়েছেন। ২০০৬ সালে ১৭ জুন মারা যান তিনি।
আরও পড়ুন: ভিক্ষাবৃত্তিতে বাবা-মা, ইউএনওর কাঠগড়ায় সন্তানেরা
জাফর ইকবাল পরিবারের মেজ সন্তান। চিত্রনায়ক হিসেবে জনপ্রিয়তা পেলেও ক্যারিয়ার শুরু করেন সঙ্গতিশিল্পী হিসবে। গায়ক হওয়ার স্বপ্ন নিয়েই তিনি বেড়ে উঠেছিলেন। তার প্রথম প্লেব্যাক করা গান ছিল ‘পিচ ঢালা পথ’।
১৯৭৫ সালে ‘মাস্তান’ ছবির মধ্য দিয়ে নায়ক হিসেবে চিত্রনায়কের ক্যারিয়ার শুরু করেন। ১৯৯২ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি।
সর্বশেষ বোন শাহনাজ রহমতুল্লাহ মারা গেলেন ২৩ মার্চ ।