নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি দ্রুত সরবরাহ বিল-২০২১ পাস  হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের প্রস্তাব করেন।

বিদ্যমান আইনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের বিশেষ বিধানের মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হয়ে যাবে। বিলে এ মেয়াদ আরো ৫ বছর বৃদ্ধি করে মোট ১৬ বছর করার বিধান করা হয়।

জাতীয় পার্টির মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, রুমীন ফারহানা এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

আরো পড়ুন:

সমুদ্র আইন সংশোধনের প্রস্তাব সংসদে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *