ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ছবিটা সেই আগের মতোই আছে। নেই তার প্রাণ। এই ক্রিকের বুকে লেখা আন্দের কতো চিত্র পড়েছেন দর্শক। আজ সেখানে যেন শ্মশান ঘাট। একেবারে নিরব। নিথর প্রাণ যেভাবে পড়ে থাকে। মরুরর বুকে বিশ্বকাপের সব স্বপ্নের জলাঞ্জলি দিয়েছেন বাংলার ক্রিকেটাররা। মরুর বুকে লিখে আসা ব্যর্থতার কথাই যেন বার বার মনে করিয়ে দেয় মিরপুর স্টেডিয়ামের আকাশ। এখান থেকে ঘুরে দাঁড়ানোর নতুন সংকল্প ক্রিকেটের। সবকিছু ঢেলে সাজাতে চাইছে বিসিবি। সামনে আসছে পাকিস্তান। বাংলাদেশের মাটিতে টি-২০ তিন ম্যাচের সিরিজ খেলবে। পাকিস্তান দলের ঢাকায় আসার কথা রয়েছে ১৬ নভেম্বর। প্রথম টি-২০ টোয়েন্টি হবে ১৯ নভেম্বর।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলটাকে নতুন করে সাজাতে চায় বিসিবি। সৌম্য সরকার, লিটন দাসকে আর না নেওয়ার কথা দেশের ক্রিকেট পাড়ায় রটে গেছে। এই দুই ক্রিকেটারের পারফরম্যান্স ক্রিকেট দুনিয়া দেখেছে। আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক তারকারাও এই দুজনের পারফরম্যান্স সম্পর্কে ভালো বলেননি। এ সবই পুরনো কথা। তবে নতুন কথা হচ্ছে তরুনদের জায়গা দেয়া হচ্ছে জাতীয় দলে। অনূর্ধ্ব-১৯ দলের মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমনকে জায়গা দেয়া হচ্ছে মুল জাতীয় দলে। ফিরিয়ে আনা হচ্ছে নাজমুল হাসান শান্তকে। জয় এবং ইমন, এই দুই ক্রিকেটার ২০২০ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে খেলেছেন। তাদের পারফরম্যান্স মুল্যায়ন করেই জাতীয় দলে নেয়া হচ্ছে। গতকাল বিকালে মিরপুরে ইমন অনুশীলন করেছেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে আবার ফিরিয়ে আনা হচ্ছে সব ফরম্যাটে খেলতে অভ্যস্ত নাজমুল হোসেন শান্তকে। গতকাল মিরপুরে অনুশীলনও করেছেন শান্ত।
ইনজুরি কাটিয়ে আবার মাঠে অনুশীলন শুরু করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টি-২০ বিশ্বকাপে খেলতে যাননি তামিম। নিজেকে সরিয়ে নিলেও আসন্ন পাকিস্তানের বিপক্ষে তামিমকে খেলতে দেখা যাবে কিনা তা নিশ্চিত না তবে গুঞ্জন আছে তামিম খেলবেন। পাকিস্তানের বিপক্ষে থাকবেন মুশফিক। আরও একটা সুযোগ দিতেই এই পরিকল্পনা বিসিবির। আর অধিনায়ক মাহমুদউল্লার অধিনায়কত্ব কেড়ে নেয়া হচ্ছে না। পাকিস্তানের বিপক্ষেও থাকছেন তিনি।
বিশ্বকাপে লজ্জাজনক ব্যর্থতার কারণও খুঁজছে বিসিবি। এতোটা শোচনীয় হার অপ্রত্যাশিত। খেলোয়াড়দের গালমন্দ করলেও দেশের ক্রিকেট দর্শক এখনও বিশ্বাস করে এই ক্রিকেটাররা এতোটা খারাপ করতে পারে না। বিসিবি বস নাজমুল হাসান পাপনও ব্যর্থতার কারণ খুঁজছেন। যাদের ওপর আস্থা আছে তাদের সঙ্গে কথা বলছেন। একটা রুপ রেখা দিয়ে পাপন এখন লন্ডনে। কিন্তু বিসিবি হতে সরাসরি কেউ মুখ না খুললেও পরিচালক জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছেন গুরুত্বপুর্ন ব্যক্তিদের মধ্যে কথা হয়েছে।
বিসিবি সভাপতি খালেদ মাহমুদ সুজনকে জাতীয় দলের টিম ডিরেক্টর হিসাবে নিয়োগ দিয়েছেন। সুজন দায়িত্ব এখনও আনুষ্ঠানিকভাবে বুঝে না পেলেও তিনি কাজ শুরু করেছেন। কিভাবে জাতীয় দল নিয়ে কাজ করবেন তা নিয়েও কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। টি-২০ ম্যাচে প্রথম ২ ওভার কিভাবে খেলতে, পরের ২ ওভার কিভাবে খেলতে হবে তা নিয়ে কথা বলেছেন। গতকাল দুপুরে সুজন মিরপুরে অনুশীলনে গিয়েছিলেন। কথা বলেছেন তামিম ইকবাল, অনুশীলন দেখতে আসা কোচ সালাউদ্দিনের সঙ্গে।
অনেক দিন ধরেই সমালোচনা চলছিল বিদেশি কোচরা কাজ করছেন। আর দেশি কোচরা সুযোগ পাচ্ছেন না। সেই সমালোচনা ঠেকাতে এবার সালাহউদ্দিনকে সহকারি কোচ হিসাবে দেখা যেতে পারে জাতীয় দলে।
ডমিঙ্গোর চাকরিটা আগেই পাকাপোক্ত হয়ে আছে। বিসিবি সূত্রের খবর নতুন হেড কোচ খোঁজা হচ্ছে। শ্রীলঙ্কার হাথুরু সিংহে, অস্ট্রেলিয়ান জেমি সিডন্সের সঙ্গে কথা হয়েছে। হাথুরু সিংহে সময় নিয়েছেন। জেমি সিডন্স নাকি পুরো পরিবার নিয়েই ঢাকায় আসতে চায়। সেটিও পূরণ করতে চেয়েছিল বিসিবি। শেষ পর্যন্ত জেমির ভাবনা হতে সরে এসেছে বিসিবি।
কোচ ডমিঙ্গোর সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কটা ভালো না। টি-২০ বিশ্বকাপে সম্পর্কের দূরত্বটা পরিষ্কার দেখা গেছে। সমালোচিত ডমিঙ্গোকে বাদ দিয়ে নতুন কোনো কোচ পাওয়া যায় কিনা সেটা নিয়ে ভাবনায় বিসিবি। এরই মধ্যে সাত কোচের তালিকা হাতে তুলেছে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
বিসিবি বস পাপন অবশ্য লন্ডনে যাওয়ার আগে টি-২০ বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে একাধিক খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। এদের মধ্যে তামিম ইকবালও আছেন। ক্রিকেট সংকট হতে বেরিয়ে আসার জন্য একাধিক ব্যক্তির সঙ্গে লন্ডন হতে ফোনে কথা বলেছেন পাপন। যার মধ্যে রয়েছেন সংগঠক, বিসিবির গুরুত্বপূর্ণ পরিচালক, ক্রিকেটার এবং একজন সিনিয়র সাংবাদিক। সংকট উত্তেরণে সবার সঙ্গেই কথা বলতে চায় বিসিবি।
আরো পড়ুন:
বাংলাদেশি পুলিশ কর্মকর্তার অসাধারণ সাফল্য আয়রনম্যান প্রতিযোগিতায়