শিক্ষা ও সাহিত্য

শ্রেণিকক্ষে ময়লা, অধ্যক্ষসহ মাউশি কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনা মহামারির মধ্যে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার দিন শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে ওই অধ্যক্ষের নেতৃত্বে গঠিত মনিটরিং টিমের সদস্য শিক্ষকদের ও মাউশির যে কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাকেও বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল পরিদর্শনে গিয়ে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা একরকম নয়। যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে। যতটা ভালো পারা যায়, আমরা চেষ্টা করছি।’

এ সময় তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে কিছু নম্বর প্রচার করা হবে। এসব নম্বরে ফোন করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার কথা জানালে আমরা তা সমাধানে ব্যবস্থা নেব।’

আরও দেখুন:

স্কুল ড্রেস নিয়ে চাপ না দিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *