ধর্ম ও জীবন ডেস্ক, সুখবর ডটকম: শ্রীকৃষ্ণের জন্মের তারিখ বা সন কোথাও নির্দিষ্ট করে দেওয়া নেই। এই নিয়ে ঐতিহাসিকগণ নানাজনে নানা মত প্রকাশ করেছেন। তবে মাস এবং তিথি নির্ধারিত আছে। শ্রীকৃষ্ণ ভাদ্রের কৃষ্ণা অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন।

ড. মহানামব্রত ব্রহ্মচারী বিরচিত শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধে (৫ম খন্ড) গ্রন্থের ভূমিকা অংশে বিধৃত আছে :

যস্মিন কৃষ্ণো দিবং যাত তস্মিন্নেব তদাহনি।
প্রতিপন্নং কলিযুগমিতি প্রাহ পুরাবিদঃ ।।

দশম স্কন্ধের এই শ্লোক থেকে জানা গেল, শ্রীকৃষ্ণ যেদিন অন্তর্ধান করেন সেই দিনই কলিযুগ আরম্ভ হয়। পঞ্জিকা মতে এই বছর ২০২৩।  কলির গতাব্দ ৫১২৩। অতএব ৫১২৩ – ২০২২ = ৩১০১ খ্রিষ্টপূর্বাব্দে শ্রীকৃষ্ণের তিরোভাব। ফলে ৩১০১ + ১২৫ = ৩২২৬ খ্রিষ্টপূর্ব অব্দে শ্রীকৃষ্ণের আবির্ভাব। বর্তমানে ২০২৩ এ শ্রীকৃষ্ণাব্দ ৩২২৬ + ২০২৩ = ৫২৪৯ বছর। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে ৫২৪৮ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন।

সূত্র: হিন্দুডাটা

এসি/আইকেজে 

আরো পড়ুন:

মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাগণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *