আইন আদালত

শ্রম আইনে স্বীকৃতির দাবি গৃহভিত্তিক শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকমঃ দেশের শ্রম আইনে গৃহভিত্তিক শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতিসহ ৮ দফা দাবি জানিয়েছে ‘হোম-বেইজড ওয়ার্কার্স রাইটস নেটওয়ার্ক, বাংলাদেশ’। বুধবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক গৃহভিত্তিক শ্রমিক দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নেটওয়ার্কভুক্ত ১৪টি সংগঠনসহ গৃহভিত্তিক শ্রমিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গৃহস্থালির কাজের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত নারীদের জন্য গৃহভিত্তিক কাজ আয়ের অন্যতম উৎস। যা ঘর থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। অথচ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের মধ্যে গৃহভিত্তিক শ্রমিকরাই সবচেয়ে বেশি অবহেলিত।

তারা বলেন, গৃহভিত্তিক কাজ এমন একটি ক্ষেত্র যার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। এর ফলে একজন নারী হয়ে ওঠে স্বাবলম্বী। তাই এই খাতকে যথাযথ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তারা।

আগারগাঁও এলাকার গৃহভিত্তিক শ্রমিক নেত্রী হাসিনা আক্তার বলেন, ‘গৃহভিত্তিক কাজ করে আমি পরিবারের জন্য উপার্জন করি। অথচ আমার কোনও স্বীকৃতি নেই। আমিও একজন শ্রমিক। আমি মর্যাদা চাই।’

মানববন্ধন থেকে গৃহভিত্তিক শ্রমিকদের ন্যায্য মজুরি ও শোভন কর্ম পরিবেশ নিশ্চিতকরণ; অবিলম্বে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশন ১৭৭ এর প্রতি অনুসমর্থন; অনতিবিলম্বে গৃহভিত্তিক শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা; কর্মক্ষেত্রে সব ধরনের বৈষম্য, হয়রানিসহ যৌন নির্যাতনের অবসান ঘটানো; অবিলম্বে গৃহভিত্তিক শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসাসহ ৮ দফা দাবি জানানো হয়।

লেবার অ্যাট ইনফরমাল ইকোনোমির সমন্বয়কারী ফরিদা খানমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, নেটওয়ার্কের সভাপতি খন্দকার রেবেকা সান-ইয়াৎ, ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রিজওয়ানা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মহিলা কমিটির সভাপতি ফরিদা আক্তার, সমতা বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আনোয়ারুজ্জামান রতন, টেক্সটাইল গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন ও ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকি।

 আরো পড়ুনঃ

জাকাত তহবিল ব্যবস্থাপনা আইনের খসড়া নীতিগত অনুমোদন

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *