শোক কাটিয়ে মাঠে নামছে রোনালদো
ইপিএল মাতাতে শনিবার (২৩ এপ্রিল) শোক কাটিয়ে মাঠে নামছে রোনালদো। বড় ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সন্তান হারানোর শোক কাটিয়ে গানারদের বিপক্ষে একাদশে ফিরছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এমিরেটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
আরেক ম্যাচে, নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে ওয়াটফোর্ডকে। এতিহাদে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
সময় ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এবারের লিগে পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে থাকাটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে রেড ডেভিলদের জন্য। তাই আগামী মৌসুমে ঘুরে দাঁড়াতে কোচ বদলের ঘোষণা দিয়েছে ক্লাবটি। আয়াক্স কোচ এরিক টেন হাগকে নতুন মৌসুমের জন্য নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিগে রেড ডেভিলদের অবস্থান ছয়ে। তিন পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরেই আছে আর্সেনাল। এবার এগিয়ে যাওয়ার মিশনে আর্সেনালের মাঠে আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে, এই ম্যাচে হেরে গেলেও একই অবস্থানে থাকবে আর্সেনাল। কারণ, গোল ব্যবধানে ঢের পিছিয়ে ম্যানচেস্টার।
শেষ ৭ ম্যাচে দুই দলের পরিসংখ্যান বলছে, দুটি জয় আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। অন্যদিকে, গানাররা জিতেছে তিনটি ম্যাচ। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র।
এদিকে সদ্যজাত ছেলে শিশুর মৃত্যুর শোক কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তাকে এ ম্যাচে পাওয়ার আশা করছে অতিথিরা। পল পগবা যুক্ত হয়েছেন লুক শ, ফ্রেড ও কাভানিদের ইনজুরি তালিকায়। ফিরেছেন স্কট ম্যাকটোমিনে। স্যাঞ্চো, ফার্নান্দেজরাও থাকছেন রাংনিকের সেরা একাদশে।
অন্যদিকে, আর্সেনাল এ ম্যাচে জয় তুলে চাইবে টটেনহ্যামকে সরিয়ে টেবিলের চারে উঠে যেতে। সে জন্য সব কৌশলই সাজাচ্ছেন কোচ মিকেল আর্তেতা। ম্যাচে গ্যাব্রিয়েল, জাকা, স্মিথ ও সাকাদের পাচ্ছেন কোচ। সব মিলিয়ে এক জমজমাট ম্যাচ অপেক্ষা করছে এমিরেটসে।
এদিকে, আরেক ম্যাচে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যেতে ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে ওয়াটফোর্ডকে। যাদের বিপক্ষে শেষ ৭ দেখায় শতভাগ জয় আছে সিটিজেনদের। তাই এ ম্যাচেও জয়ের পাল্লাটা ভারী স্বাগতিকদের দিকেই।
এ ম্যাচে কাইল ওয়াকারকে পাচ্ছেন না কোচ পেপ গার্দিওলা। সঙ্গে জন স্টোনস ও নাথান অ্যাকেদের নিয়ে আছে শঙ্কা। তবে, স্টার্লিং, গ্রিলিশ, জেসুসরা থাকায় নির্ভার হয়েই মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।