শিল্প ও বাণিজ্য

শেষ হল ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১’ বিশ্ব সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বের অন্যতম শীর্ষ সম্মেলন ডব্লিউসিআইটি’র রজতজয়ন্তী উদযাপনের মধ্যদিয়ে শেষ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি২০২১)।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।অনুষ্ঠানের সভাপত্বি করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

অনুষ্ঠান চলাকালীন সময়ে মিনিস্টার গ্রুপ এর স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।

আইসিটি ডিভিশন, বাংলাদেশ আয়োজিত ইভেন্টির গর্বিত স্পন্সর ছিল মিনিস্টার গ্রুপ। সমাপনী অনুষ্ঠানে সম্মানসূচক অ্যাওয়ার্ড পেয়েছে মিনিস্টার গ্রুপ।

আরো পড়ুন:

‘পোশাক খাতকে একটি বৃত্তাকার অর্থনীতিতে রূপান্তর বিষয়ক ওয়েবিনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *