প্রচ্ছদ

শেষ মুহূর্ত পর্যন্ত কাবুল থেকে লোক সরানোর কাজ করবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের (আইএস) আবারও হামলার আশঙ্কা সত্ত্বেও ‘শেষ মুহূর্ত’ পর্যন্ত লোক সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার সর্বশেষ তথ্য অনুযায়ী কাবুলে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭৫ জন আফগান নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পেন্টাগন জানিয়েছে, কাবুল বিমানবন্দরে এখনও হামলার আশঙ্কা আছে।

যুক্তরাষ্ট্র লোক সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে, ন্যাটোর অধিকাংশ সদস্য দেশ তাদের জরুরি ফ্লাইট সমাপ্ত করার কথা জানিয়েছে।

কাবুল বিমানবন্দরে নিরাপত্তা অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে গতকাল শুক্রবার লোক সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করেছে ফ্রান্স। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কাবুল থেকে প্রায় তিন হাজার লোক সরিয়েছে।

যুক্তরাষ্ট্রের আগামী ৩১ আগস্টের মধ্যে কাবুল থেকে সরে যাওয়ার সময়সীমা আছে।

তালেবানের এক মুখপাত্র শুক্রবার রাতে দাবি করেছে, তারা বিমানবন্দরের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে পেন্টাগন এই দাবি অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *