শেষ দিকের কাজ চলছে স্বপ্নের পদ্মা সেতুর
শেষ দিকের কাজ চলছে স্বপ্নের পদ্মা সেতুর: ব্যাস্ততার মধ্যে শেষ দিকের কাজ চলছে পদ্মা সেতুর। সেতুর প্যারাপেট ওয়াল ও ডিভাইডার কাজ শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পন্ন হওয়ার পথে।
গ্যাসলাইনের কাজও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নিচতলায় রেলওয়ে স্ল্যাবের উপরের কংক্রিটিংও সম্পন্ন।
সেতুর নান্দনিক নির্মাণ শৈলীর প্রকৃত রূপ ফুটে উঠতে শুরু করেছে। নদী শাসনের কাজও চূড়ান্ত পর্যায়ে এখন। সব মিলিয়ে আর বেশি সময় লাগবে না সম্পূর্ণ পদ্মা সেতুটি দেখতে।
সেতুর দুই পাশের ভায়াডাক্টের সাথে এক্সপ্রেসওয়ের যুক্ত করার কাজও শেষ। আগেই বসানো হয়েছে টোল প্লাজা। মুভমেন্ট জয়েন্টের কাজ শেষ হলেই সেতুর কার্পেটিং কাজে গতি পাবে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর সার্বিক প্রকল্পের অগ্রগতি ৮৯ শতাংশ, এছাড়া সেতুর অগ্রগতি ৯৫.২৫ শতাংশ আর নদী শাসনের অগ্রগতি হলো ৮৬.৫ শতাংশ।
বাংলাদেশের সক্ষমতার স্মারক এই সেতু আগামী ৩০ জুন খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। দেশের জন্য আরেকটু অগ্রগতির যাত্রা সম্পূর্ণ হবে পদ্মা সেতুর মাধ্যমে।