নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: শেরপুরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসা রোগীদের নানামুখী সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের সম্পূর্ণ অংশে সাউন্ড সিস্টেম ও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কমপ্লেক্সের নিজস্ব অর্থায়নে গতকাল মঙ্গলবার এই কাজ শেষ হয়েছে। এ ধরনের ব্যবস্থা সেবাখাতে শেরপুর জেলায় এই প্রথম বলে জানা গেছে।
এই সাউন্ড সিষ্টেমের ফলে চিকিৎসা নিতে আসা সকল মানুষজনকে চিকিৎসা ও সেবা সম্পর্কিত নানা তথ্য এক স্থান থেকেই দেওয়া যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে কোথায় কি সেবা পাওয়া যাবে। অন্য সময় বিরতি দিয়ে চলবে নির্দেশনা। প্রচারণায় থাকবে সরকারি নানা পরামর্শ ও নির্দেশনা।
এছাড়াও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আগত রোগী ও রোগীর স্বজনদের সাউন্ড সিস্টেম এর মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বার্তা প্রদান করা হবে। হাসাপাতালে চুরি, দালাল ও প্রতারণা রোধ করতে যেসব স্থানে সিসি ক্যামেরা প্রয়োজন সেসব স্থানে অন্তত ১২ টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
এসব সিসি ক্যামেরা ২৪ ঘণ্টা খোলা থাকবে। হাসপাতালের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রাও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেছেন, প্রতিষ্ঠানের স্ব ব্যবস্থাপনায় এই সেবা যোগ করা হয়েছে। সেবা অব্যাহত রাখতে হাসপাতাল প্রশাসন অবশ্যই সচেষ্ট থাকবে বলে আশা প্রকাশ করেছেন এই কর্মকর্তা।
জেলার সিভিল সার্জন ডা. একে এম আনওয়ারুল রউফ বলেছেন, কর্তৃপক্ষের নিজস্ব প্রচেষ্টায় এই ধরনের উদ্যোগ অবশ্যই সেবার মানকে উন্নত করবে। কাজটি অবশ্যই অনুসরণযোগ্য বলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।