প্রচ্ছদ

‘শেখ হাসিনার হাত ধরেই সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব হবে বলে মনে করেন শিক্ষক নেতারা। তারা বলছেন, টেকসই শিক্ষাব্যবস্থার জন্য দেশের সব শিক্ষার জাতীয়করণ প্রয়োজন।
স্বাধীনতা শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগরের সম্মেলন শনিবার (২ অক্টোবর) মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।
কর্মচারী নেতা এইচ এম বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য প্রয়োজন একটি টেকসই শিক্ষাব্যবস্থা। বর্তমান সরকার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২০ শতাংশ বৈশাখী ভাতা, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়, ৩৩০টি কলেজ, ৩২০টি স্কুল জাতীয়করণ করেছে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সৈয়দ ফজলুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না, স্বাধীনতা শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. সিদ্দিকুর রহমান।
সম্মেলন উদ্ধোধন করেন স্বাধীনতা শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি এম আরজু। অন্যদের বক্তৃতা করেন মো. শহীদ মোল্লা, এ বি সিদ্দিক জুয়েল, আব্দুল বাসেত, মোস্তফা ভূঁইয়া, হাবিবুর রহমান, মো. ওয়াজেদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *