নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: রাজধানীর কলাবাগানে শহীদ শেখ রাসেল শিশুপার্কের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় মাঠের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
এছাড়া একই সময়ে কলাবাগান মাঠ আধুনিকায়ন শেষে উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রাসেল শিশুপার্ক এবং কলাবাগান মাঠ সঠিকভাবে ব্যবহার করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান শেখ ফজলে নূর তাপস।
দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, শেখ রাসেল শিশুপার্কের ভেতর শিশু কিশোরদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের প্রায় ২০টি রাইড স্থাপন করা হয়েছে। চারপাশে হাঁটাচলার পথ তৈরি করে মাঝে ঘাস লাগানো হয়েছে। মাঠের চারপাশে নেট দিয়ে সীমানাপ্রাচীরও দেওয়া হয়েছে। ফলে বাইরে থেকে মাঠের সৌন্দর্য দেখা যাচ্ছে।
আরো পড়ুন:
আইডি নাম্বার পাচ্ছে পৌরসভা ও সিটি করপোরেশনের রাস্তাগুলো