জাতীয়সর্বশেষ

শুরু হলো ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি

শুরু হলো ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি

রোজা সামনে রেখে শুরু হলো ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি। টিসিবির ৪৬০ টাকার প্যাকেজে বাজার দামের চেয়ে অন্তত ২০০ টাকা সাশ্রয় হবে একজন ক্রেতার।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উত্তাপ থেকে কিছুটা মুক্তি মিললেও ট্রাকসেলে আরও পণ্য যোগ করার দাবি ক্রেতাদের।

একদিকে বাজারের আগুনে দাম, অন্যদিকে টিসিবির লাইনে দাঁড়িয়ে স্বল্পমূল্যে পণ্য পেতে কাড়াকাড়ি। নানা অনিয়মে প্রকৃত নিম্ন আয়ের মানুষ বঞ্চিত হন সরকারের সুবিধা থেকে।

কিন্তু এবার রমজান সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে তালিকা করা হয় ১ কোটি পরিবারের। সেই তালিকা থেকে রোববার (২০ মার্চ) শুরু হয় পণ্য বিক্রি। তীব্র রোদ মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে কেনেন ক্রেতারা। শতকষ্ট হলেও নতুন পদক্ষেপকে সাধুবাদ জানান তারা।

টিসিবির পণ্য দিতে আসা ক্রেতারা বলেন, ‘আমরা তো গরিব মানুষ। কিনে খেতে পারি না। মনে করেছিলাম ডাল, চাল, পেঁয়াজ সব দেবে। এখন দেখি মাত্র তিনটি পণ্য দিয়েছে। এখানে লাভ বা লোকসান নেই। সরকার দিয়েছে, আমরা পেয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *