বিনোদন

শুরু হচ্ছে বিজ্ঞান চলচ্চিত্র উৎসব

বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলাঃ গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করছে বিজ্ঞান চলচ্চিত্র উৎসব। ইতোমধ্যে ২২টি দেশের ১২২টি চলচ্চিত্র দিয়ে বিশ্বব্যাপী চলছে মূল আয়োজন।

যা ১ অক্টোবর শুরু হয়ে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে বাংলাদেশে এটি শুরু হবে আগামী শুক্রবার (২২ অক্টোবর) থেকে। এ দেশের দর্শকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে ৩২টি চলচ্চিত্র। আগামী শুক্রবার ভার্চুয়াল উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে এসব ছবির প্রদর্শনী শুরু হবে।

বিষয়টি নিয়ে বুধবার (২০ অক্টোবর) আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। ইনস্টিটিউটটি জানায়,

দেশের দর্শকদের জন্য বোধগম্য করার লক্ষ্যে তিনটি চলচ্চিত্র বাংলায় ডাব করা হয়েছে এবং আরও তিনটি চলচ্চিত্রে সাবটাইটেল সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞান চলচ্চিত্র উৎসবকে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বিজ্ঞান যোগাযোগের একটি উৎসব হিসেবে উল্লেখ করে বলা হয়। আন্তর্জাতিক চলচ্চিত্র ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে, সমসাময়িক বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং পরিবেশগত সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

উৎসব সামনে রেখে এক বিবৃতিতে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ড. কির্স্টেন হ্যাকেনব্রোক বলেন, ‘বিজ্ঞান যে পরিবর্তন আনতে পারে এবং জীবন বাঁচাতে পারে, তা আমরা সবাই আবার নতুন করে শিখেছি। একজন বিজ্ঞানী হওয়ার অর্থ অজানার পথে হাঁটা, তর্ক-বিতর্কে অনুপ্রাণিত হওয়া, মানবতার জন্য স্থিতিশীল ভবিষ্যত তৈরির লক্ষ্যে সহাবস্থান রাখা। এর শুরু হতে পারে শিশুকাল থেকেই। এই গুরুতর প্রচেষ্টাটি কীভাবে মজাদার হতে পারে তা দেখানো বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের একটি লক্ষ্য।’

বাংলাদেশের দর্শকদের জন্য ৩২টি চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকবে শিক্ষার্থী ও শিক্ষাবিদদের জন্য কর্মশালা, কুইজ এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা। অনলাইন চলচ্চিত্র প্রদর্শনের সঙ্গে কিছু ছবি টেলিভিশনে প্রদর্শিত হবে।

জানা যায়, রেজিস্ট্রেশনের মাধ্যমে উৎসবের ওয়েবসাইটে দেখা যাবে সব সিনেমা।

আরো পড়ুন:

আজ ২১ শে অক্টোবর, ঊর্ণাজাল এর ২৮ তম প্রদর্শনী 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *