শুরুর আগে বড় ধাক্কা খেল পিএসএল
শুরুর আগে বড় ধাক্কা খেল পিএসএল (পাকিস্তান সুপার লিগ)।
আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। করোনার মাঝেও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ কয়েক দিনে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যেই ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, আসরটি শুরুর একদিন আগে অর্থাৎ বুধবার (২৬ জানুয়ারি) আগুন লেগেছিল পিএসএল ভেন্যু করাচি স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে।
জানা গেছে, জমজমাট এই ক্রিকেট লিগটি ঘিরে বিশেষভাবে সাজানো হয়েছিল ধারাভাষ্যকক্ষ। মাঠের কিছু অংশও এ আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি। এ ছাড়া আসর শুরুর আগেই ৩ ক্রিকেটারসহ ৮ জনের শরীরে করোনা ধরা পড়েছে। টুর্নামেন্ট পরিচালক সালমান নাসির বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে পিএসএলের ম্যাচ দেখার সুযোগ পাবেন স্টেডিয়ামের ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শক। এবার করাচি কিংসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হওয়া বাবর আজম। এ পুরস্কার এবারের আসরে তাকে আরও ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন তিনি।
সংস্কারের পর নতুনভাবে সজ্জিত করাচির ন্যাশনাল স্টেডিয়াম। চারদিকে সাজ সাজ রব। তবে মাঠের সাজসজ্জাকে ছাড়িয়ে গেছে চারদিকের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এমনিতেই সন্ত্রাসী হামলার পর থেকে অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি পাকিস্তানে।
সময়ের স্রোতে এখন আর সে অবস্থা নেই। নিরাপত্তার কড়াকড়ি দেখে মনে হতে পারে আরও একটি সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই হয়তো এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সন্ত্রাসী হামলার চেয়েও করোনার ভয়ই বেশি ধরেছে আয়োজকদের।