শুভ জন্মদিন, বঙ্গকন্যা
খোকন কুমার রায় :
শুভ জন্মদিন বঙ্গকন্যা, বাঙালির মনে তুমি অনন্যা
তাই তো এমন শুভদিনে মনে বয়ে যায় খুশির বন্যা।
ধন্য আমরা তোমায় পেয়ে বঙ্গবন্ধু কন্যা
সাহসী তুমি, প্রত্যয়ী তুমি নেত্রী শেখ হাসিনা।
রাঙিয়ে ভুবন এসেছিলে তুমি বঙ্গমাতার কোলে
হাসলো আকাশ, হাসলো বাতাস উল্লাসে প্রাণ খুলে।
আশ্রয় তুমি, স্নেহময়ী তুমি উন্নতির সোপান
তুমি আছো তাই গেয়ে যাই মোরা সুদিনের জয়গান।
বাংলার মানুষ আপন তোমার, তুমিই রত্ন এ দেশে
করে যাও কত কিছু তুমি, দিতে মুক্তি জনমানুষে।
বুকে চাপা দিলে বেদনা কত প্রিয়জন হারানোর
শোককে করেছো শক্তি আবার মাথা তুলে দাঁড়ানোর।
মনের দুয়ার খুলিয়া রেখেছো, অশ্রু মুছেছো সবার
তোমার চোখে সকলে সমান, মেথর, মুচি বা কামার।
শত ঘাতকের আঘাত সয়েও ফিরেছো বারেবার
হাজার বছর বেঁচে থাকো তুমি, প্রার্থনা জনতার।