পর্যটন ও পরিবেশ

শুক্রবার খুলছে জাতীয় চিড়িয়াখানা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়া হবে।

আব্দুল লতীফ জানান, চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশকিছু নির্দেশনা মেনে চলতে হবে। দর্শনার্থীদের চিড়িয়াখানা চত্বরে জটলা করা যাবে না। ভেতরে চলাচলে একমুখী পথ ব্যবহার করতে হবে। 

সবাইকে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে জানিয়ে তিনি বলেন, এজন্য চিড়িয়াখানার ভেতরে ১২টি জায়গায় হাত ধোয়ার জন্য হ্যান্ডস্যানিটাইজার রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *