ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: করোনাভাইরাসের প্রতিষেধক টিকা দেওয়ার হারে বিশ্বের সব দেশ থেকে এগিয়ে সিঙ্গাপুর। ফলে কমেছে সংক্রমণ। দেশটির মোট জনসংখ্যার ৮০ ভাগ মানুষকেই কোভিড ভ্যাকসিনের আওতায় এনেছে দেশটির সরকার।
স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেন, ‘আমরা মাইলফলক অতিক্রম করেছি। আমাদের দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। করোনা নিয়ন্ত্রণে সিঙ্গাপুর আরও একধাপ এগিয়ে গেল।’
সিঙ্গাপুরের মোট জনসংখ্যা প্রায় ৫৭ লাখ। ছোট এই দেশটিতে যুক্তরাষ্ট্রে তৈরি ফাইজার ও মডার্নার টিকা প্রয়োগ করা হচ্ছে। অনেকের বাড়িতে গিয়েও টিকা কার্যক্রম চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেপ্টেম্বরের মধ্যে সবার বাসায় গিয়ে টিকা দেওয়া শেষ হবে বলে আশাবাদী সরকার।
আরো পড়ুন: