লাইফস্টাইল

শীতে কত দিন পর পর চুল ধোয়া ভালো?

লাইফস্টাইল প্রতিবেদক, ধূমকেতু বাংলা: প্রতিদিন চুলে পানি লাগানো অনুচিত- এমনটাই মত রূপ বিশেষজ্ঞদের। এতে চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। শীতে চুলের রুক্ষতা রুখতে আরও খানিকটা সচেতন থাকতে হবে। জেনে নিন শীতে কত দিন পর পর চুল ধোবেন এবং কীভাবে যত্ন নেবেন চুলের।

-শুষ্ক স্কাল্প হলে ৩ থেকে ৪ দিন পর পর চুল ধুয়ে নিন।

-তৈলাক্ত স্কাল্প যাদের, তারা দুই দিনে একবার ধুয়ে ফেলুন চুল। নাহলে তেলতেলে হয়ে ধুলাবালি আটকাবেও বেশি।

-কোঁকড়া চুল হলে সপ্তাহে দুইবার ধুয়ে ফেলাই যথেষ্ট।

-বার বার চুল ধোওয়ার প্রয়োজন হলে শ্যাম্পু কম ব্যবহার করার চেষ্টা করুন। কারণ শীতে অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার চুল আরও রুক্ষ করে তুলবে।

-চেষ্টা করুন শীতের এই সময়টাতে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে।

-হেয়ার ড্রায়ার বা এই ধরনের যন্ত্র ব্যবহার না করার চেষ্টা করুন। তাপে চুল দ্রুত ভেঙে যাবে।

-শুষ্ক স্কাল্প যাদের, তারা শ্যাম্পু ব্যবহার করার আগে অবশ্যই চুলে তেল ম্যাসাজ করে নেবেন।

-কুসুম গরম পানি দিয়ে চুল ধোবেন। অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না।

-চুল ভালো রাখতে এ সময় ডিপ কন্ডিশনিং ভীষণ জরুরি।

-বাইরে বের হওয়ার সময় অবশ্যই চুল ঢেকে নেবেন। এতে বাড়তি ধুলাবালি থেকে রেহাই মিলবে।

আরো পড়ুন:

শরীরে ক্যালসিয়াম কমে গেলে কী অসুবিধা দেখা দিতে পারে? প্রতিকার কী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *