প্রচ্ছদ

শীতল যুদ্ধে ফিরে যাবে না চীন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে শীতল যুদ্ধের সময়ের উত্তেজনায় ফিরে না যাওয়ার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। নিউজিল্যান্ড আয়োজিত এপিইসি আলোচনায় তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরা।

তিনি আরো বলেন, চীনের নির্গমন-হ্রাস পরিকল্পনা আগামী বছরগুলোতে বিশাল বাজারের সুযোগ তৈরি করতে পারে। এই অঞ্চলের ব্যবসায়ীদের তাদের সেই প্রচেষ্টায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শি চিনপিং।

প্রেসিডেন্ট শি চিনপিং বৃহস্পতিবার ওয়েলিংটনে ভার্চুয়ালি অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সিইও ফোরামে রেকর্ড করা ভিডিও বার্তায় বলেছেন, ভূ-রাজনৈতিক ভিত্তিতে আদর্শিক লাইন তৈরি করা কিংবা ছোট বৃত্ত গঠনের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।

তিনি আরো বলেছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শীতল যুদ্ধের যুগের সংঘাত এবং বিভাজনে পুনরায় প্রবেশ করতে পারে না এবং তা করা উচিতও নয়।

চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক প্রভাবের বিষয়টি আন্দাজ করে ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে যুক্তরাষ্ট্র যে কোয়াড গঠন করেছে, মূলত সেটারই সমালোচনা করেছেন শি চিনপিং।

শি চিনপিং আশা করছেন, যত শিগগিরই সম্ভব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় বসবেন। জো বাইডেন এবং শি চিনপিংয়ের বৈঠকের ব্যাপারে এখনো কোনো তারিখ ঠিক হয়নি।

আরো পড়ুন:

আফগানিস্তানে আইএস নিয়ন্ত্রণের দাবি তালেবানের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *