শিশুদের ওপর প্রয়োগের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণার মধ্য দিয়ে পাঁচ থেকে ১১ বছর বয়সী বিপুলসংখ্যক মার্কিন শিশু করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করতে পারবে। গতকাল বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ (সিডিসি) সংস্থার পরিচালক রচেলে উলেনস্কি গত মঙ্গলবার শিশুদের ওপর ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগের অনুমোদনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘একজন মা হিসেবে টিকা সম্পর্কে আরো জানতে আমি অভিভাবকদের শিশুবিশেষজ্ঞ, স্কুলের নার্স অথব স্থানীয় ফার্মাসিস্টদের সঙ্গে কথা বলতে বলব এবং শিশুদের টিকা নেওয়াতে বলব।’
- পাকিস্তানের সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প!
- দীপাবলি উপলক্ষ্যে বিএসএফ-বিজিবির শুভেচ্ছা বিনিময়