প্রচ্ছদ

শিশুদের ওপর করোনা ভ্যাকসিন ট্রায়াল শুরু করছে ভারত

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: শিশুদের ওপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে ভারত। ২ বছর থেকে ১৮ বছর বয়সীদের ওপর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমোদন দিয়েছেন দেশটির বিশেষজ্ঞ প্যানেল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, “বিশেষজ্ঞদের একটি দল জানিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে ন্যূনতম ২ বছর বয়সী শিশুদেরও কোভ্যাক্সিন প্রতিষেধকের ডোজ দেওয়া যাবে।”

আরোও পড়ুন: ৪৩ জনের নতুন মন্ত্রিসভা মমতার, তবে নেই কোনো টালিউড তারকা

এর আগে ১২ বছরের ঊর্ধ্বে কোভ্যাক্সিন দেওয়ার ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক। তারপর তাদের উদ্দেশ্য ছিল ২ থেকে ১২ বছর বয়সীদের জন্য  প্রতিষেধক নিয়ে আসা। এ জন্য বহুদিন ধরেই শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে আবেদন করেছিল ভারত বায়োটেক।

কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা এ নিয়ে মঙ্গলবার ভারত বায়োটেকের সঙ্গে বৈঠকে বসেন। তার পরই শিশুদের উপর এই দেশীয় প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেন।

বিভিন্ন অঞ্চলের ৫২৫ সাবজেক্টের ওপর দ্বিতীয় ও তৃতীয় দফার এই ট্রায়াল চালানো হবে।  ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের সঙ্গে যৌথ উদ্যোগে কোভ্যাক্সিন উৎপাদন করছে ভারত বায়োটেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *