জাতীয়সর্বশেষ

শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী ফেরদৌস

শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী ফেরদৌস

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী ফেরদৌস।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পূর্ণাঙ্গ ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

ফলাফলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।

তবে এবারের নির্বাচনটা সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নায়ক ফেরদৌস। তিনি কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ২৪০ ভোট পেয়েছেন। শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক চাপের কারণে নির্বাচনের শুরু থেকে মাঠে ছিলেন না ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এ নায়ক। তিনি ২৫ তারিখ থেকে সক্রিয় হয়েও সর্বাধিক ভোট পাওয়ার নজির গড়লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *