নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ একটি ডিজিটাল প্রেজেন্টেশন তৈরি করা হয়েছিল। গেল বছর ১৬ ডিসেম্বর ভারত-বাংলাদেশ ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রদর্শনীটির উদ্বোধন করেন দুদেশের দুই প্রধানমন্ত্রী।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ টি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

এসময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ভারতীয় হাইকমিশন আয়োজিত এই প্রদর্শনীটি ২৬ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ঢাকায় থাকবে।

আরো পড়ুন:

মুক্তির অপেক্ষায় প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমা ‘মুজিব আমার পিতা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *