মাতৃভূমি

শিমুলিয়া-বাংলাবাজারে পরীক্ষামূলক ফেরি চললো ২৫ দিন পর

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: টানা ২৫ দিনের ব্যবধানে তৃতীয় দফায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ১৭টি মোটরসাইকেল ও ২টি ছোট পরিবহন নিয়ে ফেরি সুফিয়া কামাল মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহমেদ সমকালকে জানান, ফেরিটি বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে ভালোভাবে ফিরে এলে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পদ্মা সেতু কর্তৃপক্ষ ও পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এ নৌরুটে নিয়মিত ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করা হবে।

তীব্র স্রোতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে চারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। ফলে টানা ৪৭ দিন ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। এরপরে পদ্মায় স্রোতের গতি কমে এলে গত অক্টোবর মাসের ৪ তারিখে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

কিন্তু ৭ দিনের মাথায় গত ১১ অক্টোবর স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর ১৪ ও ২৬ অক্টোবর পরীক্ষামূলকভাবে চলাচল সফল হলেও নিরাপত্তার কথা ভেবে ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।

আরো পড়ুন:

কামরাঙ্গীরচরে হবে বিশ্বমানের বাণিজ্যিক অঞ্চল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *